thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কৃষি জমি ঠিক রেখে শিল্পায়নকে এগিয়ে নিতে হবে-  প্রধানমন্ত্রী

২০২২ নভেম্বর ২০ ১৪:৪৭:৩১
কৃষি জমি ঠিক রেখে শিল্পায়নকে এগিয়ে নিতে হবে-  প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়ে বলেছেন, কৃষি জমি ঠিক রেখে শিল্পায়নকে এগিয়ে নিতে হবে। দেশের প্রতিটি এলাকায় শিল্প গড়ে তুলতে হবে, তবে যত্রতত্র শিল্পায়ন করা যাবে না বলেও জানান তিনি।

আজ শনিবার (২০ নভেম্বর) দেশের অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প কারখানা, প্রকল্প ও অন্যান্য অবকাঠামোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব বলেন তিনি। সরকার প্রধান তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

ফসলি জমি নষ্ট না করে শিল্প কারখানা স্থাপনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র শিল্পায়ন করা যাবে না। ফসলি জমিতে ফসলই হবে, ফসলি জমি যেন নষ্ট না হয়। যেসব জায়গা কাজে আসে না, সেগুলোতে আবাসন ব্যবস্থা করতে হবে।

বঙ্গবন্ধু কন্যা অনুষ্ঠানে দেশের মানুষের কল্যাণে কাজ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর