thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

নতুন করে বিশ্বে করোনা শনাক্ত ২ লাখের বেশি

২০২২ নভেম্বর ২১ ১১:৫৯:১৪
নতুন করে বিশ্বে করোনা শনাক্ত ২ লাখের বেশি

দ্য রিপোর্ট ডেস্ক:বিশ্বে গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৪ হাজার ৯৪৯ জনের। আর মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৮৪ হাজারের বেশি করোনা রোগী।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬৪ কোটি ৩০ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৬৬ লাখ ২৬ হাজার ২৩ জনের। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৬২ কোটি ২১ লাখ ৯৪ জন।

হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ১০ কোটি ২ লাখ ৮ হাজারের বেশি জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১১ লাখ ২ হাজার ৬৬৮ জনের।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ৪৩৮ জনের করোনা শনাক্ত আর ৫ লাখ ৩০ হাজার ৫৭৪ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয় স্থানে আসা ফ্রান্সে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৮৩৯ জনের। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার জনের ১৬৩ জনের।

এছাড়া করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চার নম্বর স্থানে ব্রাজিল, পঞ্চম জার্মানি, ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর