thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

লেনদেন স্থগিত হয়নি পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের  

২০২২ নভেম্বর ২২ ১১:২৩:১০
লেনদেন স্থগিত হয়নি পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের
 

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন স্থগিত করা হয়নি। কোম্পানি কতৃপক্ষ বলছে ,সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) কোম্পানিটির লেনদেন স্থগিত করে দিয়েছে বলে যে খবর প্রকাশ হয়েছে তা অসত্য।

সিডিবিএল গত ১৭ নভেম্বর পাঠানো একটি চিঠিতে জানিয়েছে, সমন্বিত গ্রাহক অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ডিপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফি জমা দিতে ব্যর্থতা হওয়ায় পিএফআই সিকিউরিটিজের ডিপি অপারেশন ২০ নভেম্বর থেকে স্থগিত থাকবে। চিঠিটি পাওয়ার আগেই প্রতিষ্ঠানটি অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ডিপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফি জমা দিয়েছিলো। সেদিন বৃহস্পতিবার ছিলো। পরবর্তীতে রবিবার থেকে কোম্পানির স্বাভাবিক লেনদেন চালু ছিলো।

সিডিবিএল চিঠিতে আরও জানিয়েছে, কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে একত্রিত গ্রাহক অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ডিপি সার্টিফিকেট নবায়ন ফি জমা দেওয়ার পর ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিলেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে। কিন্তু এর আগেই কোম্পানি যাবতীয় ফি জমা দেওয়ায় লেনদেন স্থগিত করা হয়নি।

এ ব্যাপারে কোম্পানির ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান দ্য রিপোর্টকে বলেন, পিএফআই সিকিউরিটিজের লেনদেন বন্ধ হয়নি। কোন একটি অনলাইন নিউজ পোর্টালে এজাতীয় একটি নিউজ প্রকাশ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা। বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান তিনি।

২২ নভেম্বর,২০২২ দ্য রিপোর্ট প্রতিবেদক/মাহা

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর