thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

জঙ্গিরা ভিপিএনের মাধ্যমে যোগাযোগ  করে - সিআইডি

২০২২ নভেম্বর ২২ ২০:৪১:২২
জঙ্গিরা ভিপিএনের মাধ্যমে যোগাযোগ  করে - সিআইডি

দ্য রিপোর্ট প্রতিবেদক: জঙ্গিরা ভিপিএন ব্যবহার করে যোগাযোগ করতে পারে বলে ধারণা করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ -সিআইডি। তাই তাদের ছিনতাইয়ের বিষয়ে আগাম কোনো তথ্য পায়নি গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন, জঙ্গিদের ডাণ্ডা বেড়ি পরাতে কারা দপ্তরে চিঠি পাঠিয়েছে ডিএমপির প্রসিকিউশন বিভাগ।

এদিকে, আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানার করা মামলায় দশ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অন্যদিকে, জঙ্গি ছিনতাইয়ে ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর