thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

২০২২ নভেম্বর ২৪ ১৫:৪৮:৪৩
প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য জানায়।

আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রীর জাপানে সফরে যাওয়ার কথা ছিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

দ্বিপক্ষীয়বেশ কিছু চুক্তি ও সমঝোতা এখনোসুরাহা হয়নি। আলোচনা চলছে।

উল্লেখ্য, ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দেন। তিনি বলেন, ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরার কথা বিশ্বের আর কোথাও তিনি শোনেননি। এরপর সরকার তাকে ডেকে এ বিষয়ে আলোচনা করে। এ ছাড়া বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার মেনে চলার আহ্বান জানান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর