thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

এখন বাসি ভাতের সেই ভিক্ষুক আর নেই- তথ্যমন্ত্রী

২০২২ নভেম্বর ২৫ ২১:৪০:২৭
এখন বাসি ভাতের সেই ভিক্ষুক আর নেই- তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার স্বাস্থ্যসেবা সবার দৌরগোড়ায় পৌঁছে দিতে চায়। এ লক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরইমধ্যে নানা উদ্যোগ নিয়েছেন। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে।’

শুক্রবার চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শাহ আলম বীর উত্তম অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার সন্ধ্যায় কেক ও ফিতা কেটে হার্ট ফাউন্ডেশন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী ড. হাছান মাহমুদ।

ব্যক্তিগত অভিমত উল্লেখ করে এসময় তিনি বলেন, ‘আমার মনে হয় দুটি কাজ ভুল হয়েছে। একটি শিক্ষার বাণিজ্যকরণ ও অন্যটি স্বাস্থ্যের বাণিজ্যকরণ। এই দুটি ভুলের কারণে সাধারণ মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি আহমেদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, চমেকের অধ্যক্ষ ডা. সাহেনা আকতার প্রমুখ।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সদস্য এসএম আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠানে পাওয়ার প্রেজেন্টের মাধ্যমে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের বিস্তারিত তথ্য তুলে ধরেন ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম এখনও পিছিয়ে আছে। তবে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক চালু করাসহ নানা উদ্যোগ নিয়েছেন। এছাড়াও তিনি সবার জন্য স্বাস্থ্য বীমা চালুর উদ্যোগ নিয়েছেন।’

দেশের বর্তমান প্রেক্ষাপট অনেক বদলে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘একসময় মা আমাকে বাসি ভাত খেতে দেন-এমন অনেককে ঘরের দরজার সামনে এসে বলতে শোনা যেত। কিন্তু এখন বাসি ভাতের সেই ভিক্ষুক আর নেই। একসময় চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে শুধু পুরাতন কাপড় বিক্রি করা হতো। এখন সেখানে সব নতুন ও বিদেশি কাপড় বিক্রি করা হয়। আমাদের দেশের কাপড় এখন বিদেশে যাচ্ছে। এখন বেশিরভাগ দেশে গিয়ে দেখি কাপড়ের পেছনে লেখা মেইড ইন বাংলাদেশ।’

এসময় মন্ত্রী চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল যেন বড় লোকদের জন্য নয়; সাধারণ মানুষদের জন্য হয় সেদিকে নজরে রাখতে এবং হৃদরোগের সব সেবা যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে সেজন্য হার্ট ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের দৃষ্টি রাখার আহ্বান জানান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর