thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এবিজিকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে অনুমোদন সিএসই'র

২০২২ নভেম্বর ২৬ ০০:০৩:৫২
এবিজিকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে অনুমোদন সিএসই'র

দ্য রিপোর্ট প্রতিবেদক:কৌশলগত বিনিয়োগকারী (স্ট্র্যাটেজিক পার্টনার) হিসেবে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এবিজি লিমিটেডের আবেদন অনুমোদন করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ারহোল্ডারা। ফলে, এখন থেকে সিএসইর স্ট্র্যাটেজিক পার্টনার হিসবে কাজ করবে এবিজি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) চট্টগ্রামে সিএসইর প্রধান কার্যালয়ে বিশেষ সাধারণ সভায় কৌশলগত বিনিয়োগকারী হিসেবে এবিজি লিমিটেডকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। সিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিএসইর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম। এ সময় রিস্ক অ্যান্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. লিয়াকত হোসেইন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া, এজিএমে সিএসইর পরিচালক অধ্যাপক এস এম সালামাত উল্লাহ ভুইয়া, সোহেল মোহাম্মদ শাকুর, মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মেদ মহিউদ্দিন, মো. রেজাউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক এবং কোম্পানি সেক্রেটারি রাজীব সাহা উপস্থিত ছিলেন।

এজিএম পরবর্তী ৬তম বিশেষ সাধারণ সভা হয়। সভায় সিএসই শেয়ারহোল্ডাররা সিএসই’র কৌশলগত বিনিয়োগকারী হিসেবে এবিজি লিমিটেডের আবেদন অনুমোদন করেন।

এর আগে রোববার (২০ নভেম্বর) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে এবিজি লিমিটেড সিএসইর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। সিএসই’র পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক এবং এবিজি লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান চুক্তিতে স্বাক্ষর করেন।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর