thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

ভিকারুননিসা গভর্নিং বডি নির্বাচন আজ

২০২২ নভেম্বর ২৬ ১৩:১২:০৪
ভিকারুননিসা গভর্নিং বডি নির্বাচন আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে গভর্নিং বডি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।প্রতিষ্ঠানটির সভাপতিসহ ১১ সদস্যের গভর্নিং বডি গঠন করা হবে। এতে চারজন শিক্ষক প্রতিনিধি ও ছয়জন অভিভাবক সদস্য থাকবেন।

নিয়ম অনুযায়ী সভাপতি হবেন ঢাকা বিভাগীয় কমিশনার। এর বাইরে সাধারণ অভিভাবক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের প্রাথমিক শাখায় একজন, স্কুল শাখায় দুজন, কলেজ শাখায় দুজন এবং সংরক্ষিত মহিলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন একজন। শিক্ষকদের মধ্য থেকে কলেজে একজন, স্কুলে দুজন এবং সংরক্ষিত নারী শিক্ষক হিসেবে একজন নির্বাচিত হবেন।

অভিভাবকরা বলছেন, এবার নির্বাচনের প্রার্থীদের মধ্যে অভিযোগ রয়েছে বেশ কয়েকজনের বিরুদ্ধে। গতবার ভর্তি বাণিজ্যের কারণে প্রার্থিতা বাতিল হয় ড. তাজুল ইসলামের। এর বাইরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার থাকাকালে তার বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং পাচারের অভিযোগ ওঠে। তিনি এবার স্কুল শাখায় অভিভাবক প্রতিনিধি প্রার্থী।

এর বাইরে একজন শিক্ষক প্রতিনিধিসহ কয়েকজন অভিভাবক প্রতিনিধি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে অনিয়মের।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর