thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

 নির্যাতনের জবাব আন্দোলনের মাধ্যমে দেয়া হবে- মির্জা ফখরুল

২০২২ নভেম্বর ২৮ ১৯:৩৬:২২
 নির্যাতনের জবাব আন্দোলনের মাধ্যমে দেয়া হবে- মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্ষমতাসীনদের নির্যাতনের জবাব আন্দোলনের মাধ্যমে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার ধানমন্ডির ল্যাবএইডে পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের মৃত্যুর সংবাদের পর সেখানে পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানো শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনে তাদের চলমান আন্দোলনে ৭ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সাবেক সংসদ সদস্য শাজাহান খানের জীবন আজকে তাদের নির্যাতনেই চলে গেলো।

আন্দোলনের মধ্য দিয়েই শাহজাহান খানের মৃত্যুর দায় পরিশোধ করা হবে বলেও হুশিয়ারী দেন বিএনপি মহাসচিব।
গত ৪ নভেম্বর পটুয়াখালী থেকে বরিশালের বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে তেলিখালী এলাকা পার হওয়ার সময় শাজাহান খানের উপর হামলা চালায় সন্ত্রাসীরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর