thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সহকারী পুলিশ পদমর্যাদার ৫০ কর্মকর্তার পদায়ন

২০২২ নভেম্বর ২৯ ১২:৫৫:২৯
সহকারী পুলিশ পদমর্যাদার ৫০ কর্মকর্তার পদায়ন

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। সেইসঙ্গে ৫০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।

অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশ অধিদপ্তরে কর্মরত তাপতুন নাসরীন, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার ফয়সল মাহমুদ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত জেসমিন বেগম ও ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হামিদা পারভীন। জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এদিকে পৃথক প্রজ্ঞাপনের একটিতে ৪৭ ও অপরটিতে তিনজন অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত তিনটি প্রজ্ঞাপনে পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া ৮১ জনকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। আইজিপি স্বাক্ষরিত অপর চার প্রজ্ঞাপনে পদায়ন করা হয়েছে ৩৫ জন অতিরিক্ত পুলিশ সুপারকে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর