thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মুজিবকোট পড়লে মুজিব সৈনিক হওয়া যায় না- কাদের

২০২২ নভেম্বর ২৯ ১৮:৪৮:১৮
মুজিবকোট পড়লে মুজিব সৈনিক হওয়া যায় না- কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে বুলেট শেখ হাসিনা-রেহানাকে এতিম করেছে সেই বুলেট খালেদা জিয়াকে বিধবা করেছে। এটা বিশ্বাসঘাতকতার পরিনাম।


মঙ্গলবার দুপুর ১১টায় নোয়াখালী পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে গঠনমূলক জবাবের মাধ্যমে কাজ করে যেতে হবে। মুজিবকোট পড়লে মুজিব সৈনিক হওয়া যায় না, খুনি খন্দকার মোশতাক ও মুজিব কোট পরেছিল। মুজিব আদর্শকে ধারণ করে মুজিব সৈনিক হতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এই এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও শহীদ উল্লাহ খান সোহেল।

উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার কাউন্সিলের পর আজ এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর