thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৮ ডিসেম্বর

২০২২ নভেম্বর ২৯ ১৮:৫০:৫৮
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৮ ডিসেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক:একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৮ ডিসেম্বর থেকে। আর ক্লাস শুরু হবে পহেলা ফেব্রুয়ারি থেকে। এবার ভর্তি ফি নির্ধারণ করা হচ্ছে সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা। কেউ অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা বোর্ড। সেই সঙ্গে ভর্তিতে কোনো আসন সংকট হবে না বলেও জানিয়েছে বোর্ড।

সোমবার প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফল। এবার পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ শিক্ষার্থী।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেছেন, একাদশ শ্রেণিতে আসন আছে ২৫ লাখের মতো। যা পাস করা শিক্ষার্থীর চেয়ে সাড়ে ৭ লাখ বেশি। তাই ভর্তিতে কোনো আসন সংকট হবে না।

খসড়া নীতিমালা অনুযায়ী, আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন চলবে। আর ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বর। ১ম পর্যায়ে যারা চান্স পাবে না তারা দ্বিতীয় বারের মত আবেদন করতে পারবে ৯ এবং ১০ জানুয়ারি। ফল প্রকাশ হবে ১২ জানুয়ারি। আর তৃতীয় পর্যায়ে আবেদন নেওয়া হবে ১৬ জানুয়ারি। ফল প্রকাশ হবে ১৮ জুন।

কলেজগুলোও ভর্তি প্রক্রিয়ার প্রস্তুতি শেষ করেছে। অনলাইনে ভর্তি কার্যক্রম হওয়ায় শিক্ষকদের ওপর চাপও অনেক কমেছে।

আবেদন শেষে একাদশ শ্রেণিতে ভর্তি চলবে ২২ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত। আর ক্লাস শুরু হবে পয়লা ফেব্রুয়ারি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর