thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

উখিয়ায় গুলি ও  ছুরিকাঘাতে হত্যা

২০২২ নভেম্বর ৩০ ১১:৫৫:১৪
উখিয়ায় গুলি ও  ছুরিকাঘাতে হত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক:আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে গুলি করে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উখিয়ার পালংখালীর ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দীনকে (৩৫) ওই ক্যাম্পের এইচ/১৪ নম্বর ব্লকের মনির আহম্মদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে অজ্ঞাত ৩০ জন সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিকভাবে হামলা চালিয়ে শাহাব উদ্দীনের বুকের ছুরিকাঘাত এবং পেটে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় ।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তবে ভুক্তভোগী পরিবারসহ অন্যান্য রোহিঙ্গারা ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু বলতে পারেনি। এ ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর