thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

নয়াপল্টনেই আমরা সমাবেশ করব- মির্জা ফখরুল

২০২২ ডিসেম্বর ০১ ০০:৫৪:৫৬
নয়াপল্টনেই আমরা সমাবেশ করব- মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির সমাবেশে হবে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ করতে চাই। নয়াপল্টনেই আমরা সমাবেশ করব।

বুধবার (৩০ নভেম্বর)বিকেলেনয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেদলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশে ফখরুল বলেন, সংঘাতের পথে যাবেন না, উস্কানি দেবেন না। দয়া করে সিদ্ধান্ত বদলে নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের ব্যবস্থা করুন।

সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ভোটাধিকার ফেরত দিন। ১৯৭১ সালে পাকিস্তানিরা থাকতে পারেনি। ১৯৯০ সালেও এরশাদের পতন ঘটেছে। জনগণ আজ জেগে উঠেছে। জনগণের আন্দোলন তাদের মুক্তির আন্দোলন। জনগণ আওয়ামী লীগের এই দুঃশাসন থেকে মুক্তি চায়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।



পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর