thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সাতক্ষীরায় সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ, আটক ৭

২০১৩ নভেম্বর ১২ ১৬:০১:৪৯
সাতক্ষীরায় সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ, আটক ৭

সাতক্ষীরা সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের তৃতীয় দিন মঙ্গলবার সকালে শহরের সাত উপজেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করছে হরতাল সমর্থকরা।

শহরের কদমতলা ও বাঁকাল এলাকায় সকালে হরতালের সমর্থনে শিবিরকর্মীরা বিক্ষোভ মিছিলসহ টায়ার জ্বালিয়ে সাতক্ষীরা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখেন।

ইটাগাছা এলাকা থেকে মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। পরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পৌঁছালে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

ভোমরা স্থলবন্দর এলাকায় সকাল সাড়ে ৭টায় হরতাল সমর্থকরা পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা স্থলবন্দর শ্রমিক লীগ কার্যালয়ের সাইনবোর্ড খুলে ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

হরতালে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

নাশকতা চালানোর অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও শিবিরের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।

নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

(দিরিপোর্ট২৪/এমআরইউ/এমএইচও/এমএআর/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর