thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

রসিক নির্বাচনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

২০২২ ডিসেম্বর ০২ ১৩:০৪:০৩
রসিক নির্বাচনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

দ্য রিপোর্ট প্রতিবেদক:রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এরা সবাই সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ছিলেন।

মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) শিল্পকলা একাডেমি হল রুমে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন এ তথ্য জানান।

আবদুল বাতেন বলেন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে নানা বিষয়ে ত্রুটি থাকায় সংরক্ষিত কাউন্সিলর পদের ৭ জনের ও সাধারণ কাউন্সিলর পদে ২৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এর আগে গতকাল সকালে মেয়র পদে ১০ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।

মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) শফিয়ার রহমান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি, লতিফুর রহমান মিলন ও আতাউর জামান বাবু।

রংপুর সিটি করপোরেশনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ ডিসেম্বর।

এ সিটি করপোরেশনে ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ জন। নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর