thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ- মির্জা আব্বাস

২০২২ ডিসেম্বর ০৫ ১৩:৪৭:৪০
বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ- মির্জা আব্বাস

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসে শাহজাহানপুরের বাসা পুলিশ ঘিরে রেখেছে বলে দাবি করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। তবে পুলিশ বলছে, মির্জা আব্বাসের স্ত্রীর দাবি সঠিক নয়।

পুলিশি ঘেরাওয়ে এসময় আতঙ্কিত হয়ে পড়েন নেতাকর্মীরা। নেতাকর্মীদের অনেকে বাসা থেকে বেরিয়ে যাবার সময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে পড়ে ছেড়ে দেয় বলেও অভিযোগ করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, সরকার পরিকল্পিতভাবে ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াচ্ছে। নিজের বাসার মধ্যে কর্মী সভা করতে দিচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিজ বাসায় নিরাপদবোধ করছি না বলেও জানান তিনি।

তিনি বলেন, খালেদা জিয়ার বাড়ির সামনে তল্লাশি চৌকি, নেতাকর্মীদের গ্রেপ্তার-হয়রানি, আমার বাসা ঘেরাও সবই একই সূত্রে গাঁথা। মির্জা আব্বাস বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশ বানচাল করতে ভয় পেয়ে সরকার এসব করছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর