thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আমরা জনগণে ও গণতন্ত্রে বিশ্বাসী- প্রধানমন্ত্রী 

২০২২ ডিসেম্বর ০৬ ১৫:১১:১৯
আমরা জনগণে ও গণতন্ত্রে বিশ্বাসী- প্রধানমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা জনগণে ও গণতন্ত্রে বিশ্বাসী। আমরাই বাংলাদেশের একমাত্র দল যারা কি না শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করি। ২০০১ সালে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলাম। ’

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ফখরুদ্দিন বিএনপির সৃষ্টি। তারা ক্ষমতায় এসে প্রথমে আমাকেই গ্রেপ্তার করেছিল। আমি সত্যি কথা বলতে ভয় পাই না। তাদের বিরুদ্ধে কথা বলাই আমাকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের হাতেই খালেদা জিয়ার মামলা। সেই মামলায় তাদের বিচার শুরু হয়। ’

তিনি আরও বলেন, ‘জিয়া ট্রাস্ট ও অরফানেজের জন্য বিদেশ থেকে টাকা এসেছিল। সেই টাকাও তারা মেরে খেয়েছে। সেই মামলাই তার সাজা হয়েছে। ’

বিএনপির নমিনেশন নিয়ে সরকার প্রধান বলেন, ‘রিজভী একজনকে, ফখরুল একজনকে ও লন্ডন থেকে একজনকে নমিনেশন দেওয়া হয়। যে টাকা বেশি দেয় তাকেই নমিনেশন দেয় তারা। সিলেটের এক বিএনপি নেতা আমাকে বলল, ‘‘তারেক জিয়া আমার কাছে টাকা চেয়েছে। আমি দিতে না পারাই আমাকে নমিনেশন দেয় নাই। ’’ তাদের অবস্থা হলো এমন। ’

তিনি আরও বলেন, ‘সকালে একজনের, দুপুরে একজনের ও বিকেলের একজনকে নমিনেশন দেয় তারা। যে দলের এই অবস্থা তারা গণতন্ত্র ফেরাবে করবে। তাদের জন্মই তো ক্যান্টনমেন্টে। ’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর