thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সরকার নিজেই ফাউল করে খেলছে - নুরু

২০২২ ডিসেম্বর ১০ ০৫:০৫:৫৫
সরকার নিজেই ফাউল করে খেলছে - নুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকার খেলার কথা বলে নিজেই ফাউল খেলছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, সরকার যদি এভাবে ফাউল খেলে তাহলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। তাদেরকে মাঠ থেকে বের করে দেবে।

তিনি বলেন, যুদ্ধেরও একটা নিয়ম থাকে। কিন্তু এই সরকার কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। তারা বিএনপির সিনিয়র নেতাদেরও হয়রানি, লাঞ্ছনা, গ্রেপ্তার থেকে রেহাই দিচ্ছে না।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, সরকার শান্তিপূর্ণ কর্মসূচি ঠেকাতে ছাত্রলীগ-যুবলীগকে অস্ত্র-রামদা দিয়ে রাস্তায় নামিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব আবদুজ জাহেরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, আবু হানিফ, মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম ফাহিম, শাকিল উজ্জামান প্রমুখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর