thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

গভীর রাতে ইশরাকের বাসায় তল্লাশির অভিযোগ

২০২২ ডিসেম্বর ১৩ ১৮:১৩:৪২
গভীর রাতে ইশরাকের বাসায় তল্লাশির অভিযোগ

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির ঢাকা দক্ষিণের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় পুলিশের তল্লাশি চালানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গোপীবাগে ইশরাকের বাসায় তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার।

ইশরাক হোসেন বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও গত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিলেন।

এদিকে, সোমবার (১২ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধান আসামি করে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

এর আগে গত ৫ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সময়ের আবেদন নামঞ্জুর করে মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর