thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

টানা দুইদিন লেনদেন বৃদ্ধির আবার কমলো লেনদেন  

২০২২ ডিসেম্বর ১৪ ১৬:৪১:৪৮
টানা দুইদিন লেনদেন বৃদ্ধির আবার কমলো লেনদেন
 

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বুধবার ডিএসইতে ৪৩০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে ১৮৬ কোটি ২০ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। এই সপ্তাহের টানা দুইদিন পুঁজিবাজার ছিলো উর্ধ্বমুখী। গতকাল (মঙ্গলবার) ডিএসইতে মোট ৬১৬ কোটি ৪১ লাখ টাকা লেনদেন হয়েছিলো। এর আগের দিন (সোমবার) লেনদেন হয়েছিলো ৫৬৮ কোটি ৮৯ লাখ টাকা।

এদিকে আজকে ঢাকা স্টক একচেঞ্জের সূচক ও আগের দিনের থেকে কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬০ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪৬ টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৪ কোটি ৮৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর