thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিএনপির গণমিছিলের নতুন তারিখ ৩০ ডিসেম্বর

২০২২ ডিসেম্বর ১৭ ২১:৩৪:৫২
বিএনপির গণমিছিলের নতুন তারিখ ৩০ ডিসেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচির তারিখে পরিবর্তন এনেছে বিএনপি। ফলে ঢাকার গণমিছিলটি ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে ঢাকার বাইরে ২৪ ডিসেম্বরেই গণমিছিল করা হবে। সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ঐকমত্য হয়েছে বিএনপি।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচি পরিবর্তনের কথা জানান।

এর আগে ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে সারাদেশে ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে ওই দিন ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় বিএনপিকে কর্মসূচির তারিখ পরিবর্তনের অনুরোধ জানান ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ও আব্দুস সালাম আজাদ প্রমুখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর