thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আওয়ামী লীগের সম্মেলন সাদামাটা হবে - কাদের

২০২২ ডিসেম্বর ১৯ ১৬:১০:৫৩
আওয়ামী লীগের সম্মেলন সাদামাটা হবে - কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের সম্মেলন সাদামাটা হবে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের মানুষ কষ্ট আছে, তা ভেবেই এবার সম্মেলনে সাজসজ্জা করা হয়নি।’

সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের মানুষকে নিয়ে ভাবেন। দেশের মানুষের কথা ভেবেই এবারের সম্মেলন সাদামাটাভাবে করা হচ্ছে।’

‘সম্মেলন সাদামাটা হলেও সারাদেশ থেকে নেতাকর্মী আসা কমবে না’ বলে উল্লেখ করে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নেতাকর্মীদের ঢল নামবে, তাই শৃঙ্খলাও আরও শক্তিশালী হতে হবে।’

এসময় ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কাছ থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেক কিছু শেখার আছে, সেজন্য সকলের শৃঙ্খলা বজায় রাখতে হবে’-এমন মন্তব্যও করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সুশৃঙ্খল সম্মেলন করে দেখাতে চান। আওয়ামী লীগ আবারও দেশের মধ্যে দেখাতে চায়, আওয়ামী লীগ সুশৃঙ্খলভাবে দেশের দায়িত্ব নিতে প্রস্তুত।’

‘শৃঙ্খলা উপ-কমিটির সদস্যরা বিগত সম্মেলনেও তাদের দায়িত্ব যথাযথ ভূমিকায় পালন করেছে এবং আ ফ ম বাহাউদ্দীন নাছিমের ভূমিকাও ছিল চোখে পড়ার মতো’-যোগ করেন ওবায়দুল কাদের।

নেতাকর্মীদের শৃঙ্খলার ওপর জোর দিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। শৃঙ্খলা না থাকলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে শৃঙ্খলা রাখতে হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বিজয় কল্পনাও করা যায় না। জাতির সর্বশ্রেষ্ঠ বীর, যার নামে বাংলাদেশের ইতিহাসের দরজা খুলে যায় তিনি বঙ্গবন্ধু।’

‘বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাড়াতে শুরু করেছে’ উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী বলেন, ‘এই সময় সবচেয়ে বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামনে আরও চ্যালেঞ্জ আছে সেগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হবে।’

‘বর্তমানে বাংলাদেশে মূল্যস্ফীতি কমেছে’ দাবি করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, কৃষক ও কৃষি, সেটাকেই এগিয়ে নেয়া হচ্ছে। কৃষির ওপর নির্ভর করেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, শেখ হাসিনার নেতৃত্বে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে।’

স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাহ উল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

সঞ্চালনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সদস্য সচিব আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর