thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

দেশে নতুন করে ২০ জন করোনা আক্রান্ত

২০২২ ডিসেম্বর ১৯ ১৮:১০:১১
দেশে নতুন করে ২০ জন করোনা আক্রান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২০ জনের দেহে। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩ জন।

সোমবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৬২টি নমুনা সংগ্রহ এবং ২ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৫ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৬ হাজার ৯৪৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৮ জনের। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৮৫৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর