thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জানুয়ারীতে বাজেট পেলে ১৫০ আসনে ইভিএম- ইসি

২০২২ ডিসেম্বর ২০ ১৭:১৫:১৫
জানুয়ারীতে বাজেট পেলে ১৫০ আসনে ইভিএম- ইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক:নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কত আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে জানুয়ারিতে সিদ্ধান্ত হবে। জানুয়ারিতে বাজেট পেলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে বলেও আভাস দেন ইসি।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমানে যে পরিমাণ ইভিএম আছে, তা দিয়ে ৭০ আসনে ভোটগ্রহণ করা যাবে।

বাকি আসনের ব্যাপারটি নির্ভর করছে, কত বাজেট পেলাম তার ওপর।
তাই কত আসনে ইভিএমে ভোট হবে তা জানুয়ারির মধ্যেই জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

এই নির্বাচন কমিশনার আরও বলেন, জানুয়ারিতে যদি পর্যাপ্ত বাজেট পাওয়া যায়, তাহলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। কিন্তু বাজেট ফেব্রুয়ারিতে পেলে তা সম্ভব হবে না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর