thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

যারা দেশে অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা- স্বরাষ্ট্রমন্ত্রী

২০২২ ডিসেম্বর ২১ ১৬:১১:৪৬
যারা দেশে অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা- স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জামায়াত-শিবিরসহ যারাই দেশে অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার সকাল ১১টায় রাজশাহীর বাঘায় আনসার ও ভিডিপি মডেল উপজেলা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে হত্যা বন্ধে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি সীমান্তে যেন মরণাস্ত্র ব্যবহার না করা হয়।

যে সব স্থানে মারণাস্ত্র ব্যবহার হচ্ছে সেখানে বিজিবি-বিএসএফ বৈঠক করে তা বন্ধ করার ব্যাপারে আলোচনা করছে বলেও জানান মন্ত্রী।

সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে যে হত্যাকাণ্ডগুলো হয় তার পেছনে কারণ রয়েছে। ভারতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। সীমান্তে হত্যাকাণ্ডগুলো খতিয়ে দেখা হচ্ছে। আমরা ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি তারা যেন সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনে। এজন্য তাদেরকে (বিএসএফ) সীমান্ত এলাকায় ভারী অস্ত্র ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। তারাও আমাদের কথা দিয়েছে।

মন্ত্রী বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ যাতে না হয় সেজন্য আমাদেরকে তারা কাজ করতে বলেছে। সীমান্তে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে আমরা উভয় দেশ পতাকা বৈঠকের মাধ্যমে তা সমাধান করছি। বিজিবি বিএসএফের সব সময় কথা বলার জায়গা থেকে যায় পতাকা বৈঠকের মাধ্যমে। দুই দেশের চুক্তি মতো কাজ না হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে সেই বিষয়ে অবগত করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী করার জন্য সমগ্র বাংলাদেশের ১৩টি উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে এবং ৯টি উপজেলা আনসার ও ভিডিপি, নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলার বাঘা এবং তানোর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি মডেল ভবন করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বাঘা ও দুর্গাপুর উপজেলার আনসার ও ভিডিপির মডেল কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বাংলাদেশ আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর