thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পদত্যাগপত্র জমা দিলেন এমপি হারুন

২০২২ ডিসেম্বর ২২ ১৭:৩১:৪২
পদত্যাগপত্র জমা দিলেন এমপি হারুন

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। বেলা ১১ টার দিকে সংসদে যান চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এই এমপি।

দুপুর ১২টার দিকে তিনি সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের জানান, সরকারের আচরণের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা এই পদত্যাগ। পাশাপাশি সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান তিনি।

এসময় মহাজোটের এমপিদেরও পদত্যাগের আহ্বান জানান এই বিএনপি এমপি। বিএনপি ও তার জোট আগামী নির্বাচনে অংশ না নিলে সে নির্বাচন অর্থবহ হবে না বলেও দাবি তার।

গত ১০ ডিসেম্বর দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সংসদে থাকা বিএনপির ৭ সংসদ সদস্য। পরদিন ১১ ডিসেম্বর বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ও সংরক্ষিত মহিলা আসনের (৫০) রুমিন ফারহানা জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ বিদেশে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার অসুস্থ থাকায় তারা সেদিন সশরীরে পদত্যাগপত্র দিতে পারেননি। তবে তাদের পক্ষ থেকেও সেদিন স্পিকারকে পদত্যাগপত্র দেওয়া হয়।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেদিন সাংবাদিকদের বলেছিলেন, বিএনপির সাতজন সংসদ সদস্যের পদত্যাগপত্র তিনি পেয়েছেন। তবে হারুনুর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ই-মেইলে, তার স্বাক্ষর স্ক্যান করে বসানো হয়েছে। এ কারণে সেটি গ্রহণ করা হবে না। তাকে আবার পদত্যাগপত্র দিতে হবে। এরই ধারাবাহিকতায় আজ পদত্যাগপত্র জমা দিলেন হারুনুর রশীদ।

১১ ডিসেম্বর রাতে জাতীয় সংসদের ছয়টি আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে ইতিমধ্যে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে। এসব আসনে উপনির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসন-৫০-এর ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে জানায় ইসি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর