thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মেট্রোরেলে প্রথমবারের মতো চড়তে পেরে যাত্রীদের উল্লাস 

২০২২ ডিসেম্বর ২৯ ১৩:৪৯:০৬
মেট্রোরেলে প্রথমবারের মতো চড়তে পেরে যাত্রীদের উল্লাস 

দ্য রিপোর্ট প্রতিবেদক: মেট্রোরেলে প্রথমবারের মতো চড়তে পেরে যাত্রীদের উল্লাস করতে দেখা গেছে।গতকাল উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে মেট্রোরেলের দুয়ার। প্রথম দিনে মেট্রোরেলে ভ্রমণ করে উচ্ছ্বসিত নানা শ্রেণি-পেশার মানুষজন।

দেশের প্রথম বিদ্যুৎচালিত মেট্রোরেলের যাত্রী হিসেবে অনেকে জানান, প্রথম বারের মতো বাংলাদেশে মেট্টোরেল চালু হয়েছে। তাই প্রথম দিনেই চড়তে এসেছি। আসলে মেট্টোরেল যাত্রা সত্যিই অনেক ভালো লাগছে।

আরেক যাত্রী বলেন, আমার বাসা মিরপুর, দীর্ঘ দিন মেট্টোরেলের কাজ চলছিল। অপেক্ষায় ছিলাম কবে মেট্টোরেল চালু হবে। অবশেষে চালু হওয়ায় প্রথম দিনেই মেট্টোরেল চড়তে এলাম। সত্যি অনেক আনন্দ লাগছে। আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না।

এর আগে আজ ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন মেট্টোরেলে চড়তে যাত্রীরা। অনেকে ফজরের নামাজের আগে থেকেই স্টেশনে উপস্থিত হয়েছেন। রাজধানীর উত্তরা স্টেশনে আসা যাত্রীদের সাথে কথা বলে এমন তথ্যই জানা গেছে।

প্রথম মেট্রোভ্রমণ ঘিরে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে যাত্রীদের জন্য নির্দেশনা ও বিধিনিষেধও জারি করা হয়েছে। নির্দিষ্ট দূরত্বের অতিরিক্ত ভ্রমণের ক্ষেত্রে ১০ গুণ বেশি ভাড়া আদায়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ডিএমটিসিএল বলছে- মেট্রোরেলে চড়ার সময় সঙ্গে পোষা প্রাণী; যেমন- কুকুর, বিড়াল ইত্যাদি বহন করা যাবে না। পাশাপাশি সঙ্গে রাখা যাবে না বিপজ্জনক বস্তু; যেমন- আগ্নেয়াস্ত্র, ছুরি, চাকু। এছাড়া স্টেশনে বা ট্রেনে ফেলা যাবে না থুথু কিংবা পানের পিকও। আর পাবলিক প্লেসের মতো মেট্রোরেলেও ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে প্ল্যাটফর্মে বসেও কোনো খাবার গ্রহণ করা যাবে না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর