thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বছরের ব্যবধানে পিই রেশিও কমেছে ১৩ দশমিক ৫৬ শতাংশ

২০২২ ডিসেম্বর ৩১ ১৪:২১:০৪
বছরের ব্যবধানে পিই রেশিও কমেছে ১৩ দশমিক ৫৬ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের ব্যবধানে মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই রেশিও ১৩দশমিক ৫৬ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।

ঢাকা স্টক একচেঞ্জ সুত্রমত্রে , ২০২২ সালের শেষ কার্যদিবস পিই দাঁড়িয়েছে ১৪ দশমিক ০৮ যা ২০২১ সালের শেষ কার্যদিবস পিই ছিল ১৬ দশমিক ২৯ পয়েন্টে পয়েন্টে। অর্থাৎ বছরের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে পিই রেশিও ২ দশমিল ২১ পয়েন্ট বা ১৩ দশমিক ৫৬ শতাংশ কমেছে।

উল্লেখ্য, খাতওয়ারী বিবেচনায় সর্বনিম্ন অবস্থানের দিক থেকে মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই রেশিও ছিল ব্যাংকিং খাতের । ব্যাংকিং খাতের মার্কেট পিই ৭ দশমিক ৭৩।

এছাড়া , সিমেন্ট খাতের মার্কেট পিই ১৫ দশমিক ৮১, জুট খাতের মার্কেট পিই ৬৫ দশমিক ৬০,
আর্থিক খাতের পিই ১৯ দশমিক ১১, আর্থিক খাতের পিই ১৯ দশমিক ১১,টেক্সটাইল খাতের মার্কেট পিই ১৭ দশমিক ৩০,ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস খাতের মার্কেট পিই ১৭ দশমিক ৯৬,বিবিধ খাতের মার্কেট পিই ১১ দশমিক ৭৭,মিউচ্যুয়াল ফান্ডের মার্কেট পিই ৯ দশমিক ১৫, ইন্স্যুরেন্স খাতের মার্কেট পিই ১৭ দশমিক ১৩,টেলিকমিউনিকেশন খাতের মার্কেট পিই ১৫ দশমিক ১০, সিরামিক খাতের মার্কেট পিই ৩০ দশমিক ৬৫,ফুয়েল এন্ড পাওয়ার খাতের ১২ দশমিক ০৪, ফুড এন্ড এ্যালাইড প্রোডাক্ট খাতের মার্কেট পিই ২১ দশমিক ২৩,পেপার এন্ড প্রিন্টিং খাতের মার্কেট পিই ৬৭ দশমিক ২১,ট্যানারি খাতের মার্কেট পিই ৩৬ দশমিক ৯৯, আইটি-খাতের মার্কেট পিই ৩০ দশমিক ৮০,সার্ভিসেস এন্ড রিয়েল এস্টেট খাতের মার্কেট পিই ১৯ দশমিক ২৫, ইঞ্জিনিয়ারিং খাতের মার্কেট পিই ১৯ দশমিক ৯১,জুট খাতের মার্কেট পিই ৬৫ দশমিক ৬০স এবং ভ্রমণখাতে পিই রেশিও ২৬৬.৪ পয়েন্টে দাঁড়িয়েছে।


(মাহা/দ্য রিপোর্ট/৩১ শে ডিসেম্বর/২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর