thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এক বছরে কমলো পুঁজিবাজারের সব সূচক 

২০২২ ডিসেম্বর ৩১ ১৫:০৮:০৮
এক বছরে কমলো পুঁজিবাজারের সব সূচক 

দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ শেষ হচ্ছে ২০২২। যদিও গত ২৯শে ডিসেম্বর ছিলো পুঁজিবাজারের সর্বশেষ কার্যদিবস।বিদায়ী বছরটি পুঁজিবাজারের জন্য ভালো ছিল না। এ বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই কমেছে। বছরটিতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৪৯ দশমিক ৮৫ পয়েন্ট বা ৮ দশমিক ১৪ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের বছরের অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস ডিএসইএক্স ছিল ৬ হাজার ৭৫৬ দশমিক ৬৫ পয়েন্টে। আর চলতি বছরের অর্থাৎ ২০২২ সালের শেষ কার্যদিবস ডিএসইএক্স ছিলো ৬ হাজার ২০৬ দশমিক ৮১ পয়েন্টে। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইএক্স ৫৪৯ দশমিক ৮৫ পয়েন্ট কমেছে।

বছরটিতে ডিএসই শরিয়াহ সূচক ৭২ দশমিক ২৯ পয়েন্ট কমেছে । বর্তমানে ডিএসই শরিয়া সূচক আছে ৩৫৮ দশমিক ৮৩ পয়েন্টে। আগের বছরের শেষ কার্যদিবসে ডিএসই শরিয়াহ সূচক ছিল এক হাজার ৪৩১ দশমিক ১২ পয়েন্টে।

আর বিদায়ী বছরে ডিএসই-৩০ সূচক ৩৩৭ দশমিক ২৮ পয়েন্ট বা ১৫ দশমিক ৩৬ শতাংশ কমেছে। বিদায়ী বছরের শেষ কার্যদিবস ডিএসই-৩০ সূচক দাঁড়ায় ২ হাজার ১৯৫ দশমিক ৩০ পয়েন্টে। আগের বছর অর্থাৎ ২০২১ সালের শেষ কার্যদিবস ডিএসই-৩০ সূচক ছিল ২ হাজার ৫৩২ দশমিক ৫৮ পয়েন্টে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর