thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মেট্রোরেলে কতটা দুর্নীতি করেছে তা জনগণ জানে- প্রিন্স

২০২২ ডিসেম্বর ৩১ ১৫:৫২:১০
মেট্রোরেলে কতটা দুর্নীতি করেছে তা জনগণ জানে- প্রিন্স

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপি সরকারের আমলেই মেট্রোরেলের প্রাথমিক কাজ শুরু হয়েছিল। যে সরকার থাকত সে-ই মেট্রোরেলের কাজ সম্পন্ন করত। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চলতি দপ্তরের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, মেট্রোরেলের কাজে সরকার কতটা দুর্নীতি করেছে তা জনগণ জানে। দুর্নীতি করে দেশকে ফোকলা করেছে সরকার।

প্রিন্স আরও অভিযোগ করে বলেন, গুম-খুন করে সরকারের ক্ষমতায় থাকার দিন ফুরিয়ে এসেছে। পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের মুখোমুখি হতে হবে সরকারকে।

কারাগারে ফখরুলসহ নেতাকর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ঢাকায় গণমিছিলকে কেন্দ্র করে ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কারাগারে ফখরুলসহ নেতাকর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর