thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

 সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন  ওবায়দুল কাদের

২০২৩ জানুয়ারি ০২ ১২:২৯:৫২
 সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন  ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২ জানুয়ারি) সকালে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন।

মন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে সকাল ৮টা ৪১ মিনিটে ঢাকা ছেড়েছেন ওবায়দুল কাদের।

বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৪ জানুয়ারি ওবায়দুল কাদেরের ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে দীর্ঘ দুই মাস ১১ দিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এরপরেও একাধিকবার স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশে যান তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর