thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

এটিবিতে লংকাবাংলা সিকিউরিটিজের লেনদেন শুরু ৪ জানুয়ারি

২০২৩ জানুয়ারি ০২ ১৫:৫০:২৪
এটিবিতে লংকাবাংলা সিকিউরিটিজের লেনদেন শুরু ৪ জানুয়ারি

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) অধীনে লংকাবাংলা সিকিউরিটিজের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির লেনদেন আগামী ৪ জানুয়ারি শুরু হবে।

সোমবার (০২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৮ ডিসেম্বর দেশের শীর্ষ ব্রোকারহাউজ লংকাবাংলা সিকিউরিটিজকে এটিবিতে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়।

লংকাবাংলা সিকিউরিটিজের ট্রেডিং কোড হবে “LBSL”। আর কোম্পানি কোড হবে “৫৯০০১”। কোম্পানিটি স্টক ব্রোকার সেক্টরের অধীনে লেনদেন করবে। কোম্পানিটি গত ২৪ নভেম্বর,২০২২ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

জানা গেছে, লংকাবাংলা সিকিউরিটিজ লংকাবাংলা ফিন্যান্সের সহযোগী কোম্পানি। লংকাবাংলা সিকিউরিটিজের ৯২ দশমিক ৩১ শতাংশ শেয়ার ধারণ করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। লংকাবাংলা ফাইন্যান্স লংকাবাংলা সিকিউরিটিজের ২ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৩৩টি শেয়ার অফলোডের প্রস্তাব অনুমোদন করেছে। প্রতিষ্ঠানটির মোট শেয়ার রয়েছে ২৪ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৩২৬টি।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর