thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

এমডি নিয়োগে আরো তিন মাস সময় চায় ডিএসই

২০২৩ জানুয়ারি ০৫ ১১:৩৫:৫৩
এমডি নিয়োগে আরো তিন মাস সময় চায় ডিএসই

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিতে দ্বিতীয়বারের মতো আরও তিন মাস সময় চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জানিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে এ আবেদন জানিয়েছেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার।

বিষয়টি নিশ্চিত করে ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, ‘আমরা এখনো যোগ্য কাউকে পাইনি, ৬ জানুয়ারি শেষ সময়। এ সময়ের মধ্যে আমরা এমডি হিসেবে যোগ্য কাউকে না পাওয়ায় আবারও তিন মাস সময় চেয়ে আবেদন করেছি।’

তিনি বলেন, ‘তিন মাস সময় চেয়েছি, কারণ এর ভেতরে আমরা এমডি নিয়োগ দিতে পারব। বারবার তো আর সময় চাওয়া যায় না। তাই একবারে বেশি করে সময় চেয়েছি। আশা করি দেড় মাস বা তার আগেও এমডি নিয়োগ দিতে পারবো।’


দ্বিতীয়ত, ডিএসইর পরিচালনা পর্ষদ নমিনেশন ও রিমুনেরেশন কমিটি দ্বারা নির্বাচিতদের মধ্য থেকে কমপক্ষে তিনজন প্রার্থীর জন্য সুপারিশ করবে। সর্বশেষে বিএসইসি উল্লিখিত পদের জন্য বোর্ডের সুপারিশকৃতের মধ্যে থেকে একজন আবেদনকারীকে অনুমোদন করবে।

ডিএসই সূত্র জানায়, ডিএসইর এমডি হতে মোট আগ্রহী ১৮ জন প্রার্থী আবেদন জমা দেন। এর মধ্যে জীবনবৃত্তান্ত দেখে ৭ প্রার্থীর নাম যাচাই-বাছাই করা হয়। এরপর গত ১৯ ডিসেম্বর তাদের সাক্ষাৎকার নেয় ডিএসইর কমিটি। তারা হলেন, মোহাম্মদ আবুল হাশেম, মরিয়াম জামিল, তোবারক হোসেন ভূঁইয়া, সাইফুর রহমান মজুমদার, সাখাওয়াত হোসেন, সাজ্জাদ হোসেন ও মাহবুবুর রহমান। প্রথম দফায় এ ৭ জনের কাউকে যোগ্য মনে করেনি ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি। কিন্তু কমিটিকে নির্ধারিত সময়েই এই ৭ জন ব্যক্তির মধ্যে যোগ্য প্রার্থীর নাম প্রস্তাব আকারে আবারও জমা দিতে বলে বিএসইসি

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর