thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু 

২০২৩ জানুয়ারি ০৫ ১৭:৫৩:৪৬
জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু 

দ্য রিপোর্ট প্রতিবেদক:শুরু হলো জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন। এটি একাদশ জাতীয় সংসদের ২১তম ও ২০২৩ সালের প্রথম অধিবেশন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশনের শুরুতে ভাষণ দেন রাষ্ট্রপতি। এর পর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এনে আলোচনা অনুষ্ঠিত হয়।

এদিকে একাদশ জাতীয় সংসদের অধিবেশনে এটাই হবে রাষ্ট্রপতির শেষ ভাষণ। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী চলতি বছরই নির্বাচনের সময় শুরু হবে। এ বছর ডিসেম্বরের শেষে অথবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতি বছরই সংসদে বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেন। তাছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের রাষ্ট্রপতির মেয়াদও শেষ হবে চলতি বছরের ২৪ এপ্রিল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর