thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শুক্রবার ক্যাপিটাল মার্কেট এক্সপোতে দুটি সেমিনার

২০২৩ জানুয়ারি ০৫ ২৩:৫২:১২
শুক্রবার ক্যাপিটাল মার্কেট এক্সপোতে দুটি সেমিনার

দ্য রিপোর্ট প্রতিবেদক:অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো -২০২৩ এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানেও থাকছে ২টি গুরুত্বপূর্ণ সেমিনার। প্রথম সেমিনারটি সকাল সাড়ে দশটায় শুরু হবে। আর দ্বিতীয়টি শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।

শুক্রবার (৬ জানুয়ারি) ‘বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার’ বিষয়ে এক্সপোর প্রথম সেমিনার অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ‘সরকারি মালিকানার কোম্পানিগুলোর তালিকাভুক্তিঃ বর্তমান অবস্থা ও করণীয়’ বিষয়ে।

এদিন প্রথম সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড.শেখ শামসুদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.এম সাদিকুল ইসলাম।

ছাড়া সেশন চেয়ার হিসাবে উপস্থিত থাকবেন বিএএসএমের ডিজি তৌফিক আহমেদ চৌধুরী। অপরদিকে প্যানেল আলোচক থাকবেন বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুল আলম, গ্রীণ ডেল্টা সিকিউরিটিজের এমডি ওয়াফী শফিক মেহনাজ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল আমিন।

এদিন বিকেল সাড়ে চারটার সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম। সেশন চেয়ার থাকবেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক মাহমুদা আক্তার।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম, আইসিবির চেয়ারম্যান ড.কিসমাতউল আহসান, অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, বিএমবিএ প্রেসিডেন্ট ছায়েদুর রহমান এবং প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর