thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

২০২৩ জানুয়ারি ০৬ ১৬:১১:৩১
ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

দ্য রিপোর্ট প্রতিবেদক:মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসছেন। ঢাকা সফরকালে তিনি সরকারি-বেসরকারি প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

ডোনাল্ড লুর ঢাকা সফরকালে মানবাধিকার, গণতন্ত্র, ঢাকায় কূটনীতিকদের নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলো গুরুত্ব পাবে। আর ঢাকার পক্ষ থেকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধার বিষয়টি তোলা হবে।

সূত্র জানায়, ডোনাল্ড লুর ঢাকা সফরকালে প্রতিরক্ষা সহযোগিতা, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলা, রোহিঙ্গা সঙ্কট, শ্রম অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।

এদিকে আগামী শনিবার (৮ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এইলেন লবাখের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চারদিনের সফরে ঢাকায় আসছে। প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবে। এছাড়া প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর