thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

শেখ হাসিনার নেতৃত্বে মহামারীকে আমরা জয় করেছি

২০২৩ জানুয়ারি ০৭ ০০:৫২:৩০
শেখ হাসিনার নেতৃত্বে মহামারীকে আমরা জয় করেছি

দ্য রিপোর্ট প্রতিবেদক:নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, করোনা মহামারী ব্যবস্থাপনায় বিশ্বে প্রথম পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে। যা সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। বর্তমান সরকারের কারণে এই মহামারীকে আমরা জয় করেছি।

শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরলের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, চার বছরের মধ্যে প্রায় তিন বছরই করোনা মহামারী ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে সমগ্র পৃথিবীতেই অর্থনৈতিক প্রভাব পড়েছে। তার বাহিরে বাংলাদেশও নয়। দেশের সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, স্বাচ্ছন্দে জীবন-যাপন করতে পারে সেই কর্মসূচিগুলো নিচ্ছে আওয়ামী লীগ সরকার।

বিরল উপজেলা মঙ্গলপুর, ধামইর ও ফরক্কাবাদ ইউনিয়নের ৬শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর