thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ক্যাপিটাল মার্কেট এক্সপো- ২০২৩  এর  শনিবারের আয়োজনে যা থাকবে

২০২৩ জানুয়ারি ০৭ ০১:১০:০৯
ক্যাপিটাল মার্কেট এক্সপো- ২০২৩  এর  শনিবারের আয়োজনে যা থাকবে

দ্য রিপোর্ট প্রতিবেদক:অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো -২০২৩ এর শেষ দিনের অনুষ্ঠানেও থাকছে দুটি গুরুত্বপূর্ণ সেমিনার। প্রথম সেমিনারটি সকাল সাড়ে দশটায় শুরু হবে। আর দ্বিতীয়টি তথা সমাপনী অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।

শনিবার (৭ জানুয়ারি) এক্সপোর প্রথম সেমিনার ‘আপনার টাকা কোথায় রাখবেন’ বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রথম সেমিনারে সেশন চেয়ার হিসেবে উপস্থিত থাকবেন আইডিএলসি ইনভেস্টমেন্টস এর এমডি মনিরুজ্জামান।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন, ডিএসই’র সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী, সিএসই’র পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও শহীদুল আলম, ইউসিবি অ্যাসেট ম্যানজমেন্টের সিইও রাশেদ হাসান, এডজ এএমসি’র সিইও আলী ইমাম।

এদিন বিকেল সাড়ে চারটার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিএমএসএফ’র চেয়ারম্যান নজিবুর রহমান, ডিএসই’র ভারপ্রাপ্ত এমডি সাইফুর রহমান মজুমদার, সিএসই’র ভারপ্রাপ্ত এমডি গোলাম ফারুক, বিবিএস ক্যাবলসের চেয়ারম্যান প্রকৌশলী আবু নোমান হাওলাদার।

সমাপনী অনুষ্ঠানে সভাপত্বি করবেন অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর