thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

দাতব্য চিকিৎসালয় ও শিশুদের আর্ট স্কুল চালু করেছে "রোটারী ক্লাব অব ঢাকা উদয়ন"

২০২৩ জানুয়ারি ০৮ ০০:০০:৩৮
দাতব্য চিকিৎসালয় ও শিশুদের আর্ট স্কুল চালু করেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক:দাতব্য চিকিৎসালয় ও শিশুদের আর্ট স্কুল চালু করেছে রোটারী ক্লাব অব ঢাকা উদয়ন। আজ উত্তর যাত্রাবাড়ীর আল সাজেদা ফিলিং স্টেশনের পাশে ও যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের পূর্ব পাশে এই দাতব্য চিকিৎসালয় ও আর্ট স্কুল খোলা হয়।

রোটারী ক্লাব অব ঢাকা উদয়নের এই প্রোজেক্টের আওতায় প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত একজন চিকিৎসক ফ্রি চিকিৎসা ও ওষুধ দেয়া হবে। এই প্রোজেক্টের উদ্বোধন করেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮১ এর পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর এ কে এম শামসুল হুদা। তিনি বলেন, গরীব রোগীদের ফ্রি চিকিৎসা দেয়া সদগায়ে জারীয়া হচ্ছে। মানুষের জন্ম শুধু নিজের জন্য নয়, অন্যকে সহায়তা করার জন্যও। নিপীড়িত মানুষের পাশে দাড়ানো প্রতিটি মানুষের দায়িত্ব। এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন তিনি।

উদ্বোধনের পর প্রায় ২০ জন রোগীকে চিকিৎসাপত্রের পাশাপাশি ফ্রি ওষুধ দেয়া হয়। আর্ট স্কুলে ১০ জন শিশুকে ভর্তি করা হয়। রোটারী ক্লাব অব ঢাকা উদয়নের প্রেসিডেন্ট শারমীন রিনভী জানান, এটি তাদের ক্লাবের স্থায়ী প্রোজেক্ট। এছাড়াও তাদের ক্লাবের পক্ষ থেকে এতিমখানার বাচ্চাদের প্রতিপালন, অন্ধদের ব্রেইল বুক দেয়া, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যয় বহনসহ আরো অনেক প্রোজেক্ট করছেন তারা। অনুষ্ঠানে রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮১ এর বিভিন্ন ক্লাবের ভিশনারী প্রেসিডেন্টসহ অন্যান্য রোটারিয়ান উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর