thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আসছে পুঁজিবাজার বিষয়ক টকশো "বিনিয়োগ"

২০২৩ জানুয়ারি ০৮ ০০:১৯:৪৯
আসছে পুঁজিবাজার বিষয়ক টকশো

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের চিত্র এখন চোখে পড়ার মতো। সবকিছুতেই এগিয়ে যাচ্ছে দেশ। তবে এখনও অস্থির রয়েছে দেশের পুঁজিবাজার। নীতি-নির্ধারণী মহল থেকে সংশ্লিষ্টরা এই পরিস্থিতি থেকে উত্তরণে কাজ করে যাচ্ছেন। বিনিয়োগকারীদের আশ্বস্ত করছেন তারা।

এরই ধারাবাহিকতায় শেয়ারবাজার ও পুঁজিবাজারের আরও তথ্য, আপডেট সব খবর নিয়ে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় এবার প্রচারিত হবে অর্থনীতি ও শেয়ারবাজার বিষয়ক টক শো ‘বিনিয়োগ’।

শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ জানুয়ারি থেকে প্রতি রোববার সকাল ১১টা ৪৫ মিনিটে এই শো প্রচারিত হবে। টক শোটি উপস্থাপনা ও পরিচালনা করবেন বিজনেস আইয়ের ব্যবস্থাপনা পরিচালক এস এম ফয়সাল আহমেদ।

টকশোতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর