thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় অর্থনীতির চাকা সচল - স্পিকার 

২০২৩ জানুয়ারি ০৯ ০৩:১৯:৫৩
প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় অর্থনীতির চাকা সচল - স্পিকার 

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি যখন হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায়। এ দেশের মানুষের জীবনমানের সুরক্ষা নিশ্চিত করেছে বর্তমান সরকার।

রোববার (৮ জানুয়ারি) কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমানের সঙ্গে সংসদ অফিসে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

সাক্ষাৎকালে আলোচনায় ওঠে আসে বাংলাদেশের চলমান অভূতপূর্ব উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ, বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানো, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসন। বাংলাদেশের চলমান অভূতপূর্ব উন্নয়ন পরিদর্শন ছাড়াও বাংলাদেশে কানাডার বিনিয়োগের সুযোগ অন্বেষণ ও প্রসারের স্বার্থে কানাডা-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ স্পিকার। একই সঙ্গে জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে কানাডার সংসদীয় প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্যিক সহযোগিতার প্রসারের জন্য জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ-কানাডা মৈত্রী গ্রুপ গঠন করা যেতে পারে বলে মতদেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর