thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

পুলিশ ও বিচার বিভাগ একত্রে কাজ করছে - প্রধান বিচারপতি

২০২৩ জানুয়ারি ০৯ ০৩:২৪:৪৬
পুলিশ ও বিচার বিভাগ একত্রে কাজ করছে - প্রধান বিচারপতি

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সুদৃঢ়করণের অংশ হিসেবে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিতে বাংলাদেশ বিচার বিভাগ ও বাংলাদেশ পুলিশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

পুলিশ সপ্তাহ-২০২৩ এর ষষ্ঠ দিন অর্থাৎ শেষ দিনে রোববার (৮ জানুয়ারি) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেছেন।

প্রধান বিচারপতি বলেন, ন্যায়পরাণতার ভিত্তিতে প্রতিষ্ঠিত বাংলাদেশ পুলিশকে জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি বলেন, কয়েক বছর আগেও অবৈধ অস্ত্রধারী ও বিভিন্ন তথাকথিত বাহিনীর অত্যাচারে জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারত না। বাংলাদেশ পুলিশ সেই পরিস্থিতি বদলে দিয়েছে।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতা সংগ্রাম, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ও আইন ভঙ্গকারীদের দমনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও জীবন উৎসর্গকে এদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

সভায় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর