thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

বাড়ছে শীতজনিত রোগ,হাসপাতালে ভিড়

২০২৩ জানুয়ারি ০৯ ১২:২৬:০৭
বাড়ছে শীতজনিত রোগ,হাসপাতালে ভিড়

দ্য রিপোর্ট প্রতিবেদক:কয়েক দিনের তীব্র শীতে সারাদেশেই শীতজনিত রোগ বেড়েছে। বিশেষ করে শিশুরা সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালাতে ভর্তি হচ্ছেন। রোগীর চাপে শয্যা সংকট থাকলেও সেবায় কোনো ঘাটতি নেই বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতিনিধিদের পাঠানো তথ্য ও রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের তীব্র শীতে বেশির ভাগ হাসপাতালের প্রতিটি ওয়ার্ডই রোগীতে পরিপূর্ণ। এর মধ্যে শীতজনিত রোগীর সংখ্যাই বেশি। ফলে, হাসপাতাল কর্তৃপক্ষকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ৪৭ হাজার ৯৮২ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭৩ জন মৃত্যুবরণ করেছে। শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে তিন লাখ ২৪ হাজার ৮১৮ জন। মারা গেছেন তিনজন।

রাজধানীর শুক্রাবাদের বাসিন্দা সোলেমান মিয়া। ১০ মাসের সন্তান মিলনকে নিয়ে কয়েকদিন ধরেই হাসপাতালে। সোলেমান জানান, শীত বেড়ে যাওয়ায় হঠাৎ মিলনের সর্দি-কাশি দেখা দেয়। এর মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার নিউমোনিয়া ধরা পড়লে চিকিৎসক শিশু হাসপাতালে রেফার করেন।

মিলনের মতো এমন অসংখ্য শিশু সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছে। তবে অনেকের অভিযোগ হাসপাতালে সিট না পাওয়া নিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষরা বলছেন, রোগীর চাপ অনেক বেশি থাকায় এমন সমস্যা। সেবায় কোনো ঘাটতি নেই।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান জানান, তীব্র শীতের কারণে রোগী সংখ্যা বেড়েছে। এরমধ্যে টন্সিলাইটিস, ফেরেনজাইটিস, রাইনাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা রোগীর সংখ্যা বেশি।

তিনি বলেন, রোগীর চাপ বাড়ায় শয্যা সংকট দেখা দিলেও সেবায় কোনো ঘাটতি নেই। সবাইকেই প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর