thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

একাদশ শ্রেণীর দ্বিতীয় ধাপের ভর্তির আবেদন শুরু

২০২৩ জানুয়ারি ০৯ ১২:৪৫:২১
একাদশ শ্রেণীর দ্বিতীয় ধাপের ভর্তির আবেদন শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক:একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপের ভর্তির আবেদন শুরু হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) সকাল থেকে এই আবেদন শুরু হয়। চলবে সঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত।

আগামী ১২ জানুয়ারি রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ করা হবে। নিশ্চয়ন চলবে ১৩ থেকে ১৪ জানুয়ারি।

এর আগে, প্রথম ধাপে ১৩ লাখ ৫৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিলেন। এতে মনোনীত হয়েছেন ১২ লাখ ৭৮ হাজার ১১৪ জন শিক্ষার্থী।

এ দিকে তৃতীয় ধাপের আবেদন ১৬ জানুয়ারি ও ফলাফল প্রকাশ ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এ ধাপের নিশ্চয়ন ১৯ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, গেল বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১৭ লাখ ৬২ হাজার ৫০২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪ লাখ ৪ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী আবেদন করেননি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর