thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

চলতি বছরের ডেঙ্গুতে প্রথম মৃত্যু

২০২৩ জানুয়ারি ০৯ ২১:৩৩:৫২
চলতি বছরের ডেঙ্গুতে প্রথম মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক:ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরের প্রথম ডেঙ্গু রোগী মৃত্যুর ঘটনা। এ সময়ে আরও ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ৯ জন ও ঢাকার বাইরে ১১ জন। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছরে এখন পর্যন্ত ২৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে একজনের এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১৮ জন।

উল্লেখ্য, ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়। সুস্থ হয়েছিলেন ৬১ হাজার ৭৬৩ জন।

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর