thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

পঞ্চগড়ে আজও  সর্বনিম্ন তাপমাত্রা

২০২৩ জানুয়ারি ১০ ১২:৩২:০৪
পঞ্চগড়ে আজও  সর্বনিম্ন তাপমাত্রা

দ্য রিপোর্ট প্রতিবেদক: পঞ্চগড়ে আজ মঙ্গলবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের সর্বউত্তরের এ জেলার তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ আজ সকালে এ তথ্য জানিয়েছেন।

আবদুল হামিদ আরও জানান, আজও দেশের রংপুর বিভাগসহ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া রাজধানীসহ আশপাশের এলাকায় দুদিন ধরে রোদ উঠছে। এটি আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ।

এর আগে গতকাল সোমবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ে। আজও পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ফলে তীব্র শীতে পঞ্চগড়সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর