thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ন্যাশনাল ব্যাংকের পাচার হওয়া অর্থ সম্পর্কে জানতে চায় হাইকোর্ট 

২০২৩ জানুয়ারি ১১ ১৩:৪০:২৮
ন্যাশনাল ব্যাংকের পাচার হওয়া অর্থ সম্পর্কে জানতে চায় হাইকোর্ট 

দ্য রিপোর্ট প্রতিবেদক:শান্তনা এন্টারপ্রাইজের নামে ন্যাশনাল ব্যাংক থেকে এলসির মাধ্যমে অর্থপাচারের ঘটনায় ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সেই সঙ্গে ন্যাশনাল ব্যাংকে শান্তনা এন্টারপ্রাইজ সংক্রান্ত এলসি রেকর্ড দাখিল করার নির্দেশ দিয়েছে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ।

বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক নিয়ম-নীতির তোয়াক্কা না করে ১৪৬ কোম্পানিকে ৮৮৭ কোটি টাকা ঋণ দিয়েছে। ২০২০ সালে ব্যাংকটির তৎকালীন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল অবৈধভাবে এসব ঋণ অনুমোদন করেন।

জানা যায়, ব্যাংকের পরিচালক রন হক সিকদার ও রিক হক সিকদারের উৎসাহে এসব ঋণ অনুমোদন করেন এএসএম বুলবুল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর