thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএনপির  গণ-অবস্থান : ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল পর্যন্ত রাস্তা বন্ধ 

২০২৩ জানুয়ারি ১১ ১৪:৩২:৩৩
বিএনপির  গণ-অবস্থান : ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল পর্যন্ত রাস্তা বন্ধ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে রাজধানীতে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়।

সকাল থেকেই কর্মসূচিতে যোগ দিতে মিছিল নিয়ে নয়াপল্টন আসতে থাকেন দলের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রাজধানীর ব্যস্ততম সড়ক ফকিরাপুল মোড় থেকে কাকরাইল নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এসব এলাকার সড়ক ও অলিগলিতে।

সকালে এসব এলাকা ঘুরে দেখা গেছে, জিরোপয়েন্ট থেকে বিজয়নগর সড়ক, দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুল ও আরামবাগ থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে তীব্র যানজট।

নয়াপল্টনে সড়কের দু’পাশ বন্ধ করে অবস্থান নিতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়। এটি বিকেল ৩টা পর্যন্ত চলবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর