thereport24.com
ঢাকা, বুধবার, ৯ জুলাই 25, ২৫ আষাঢ় ১৪৩২,  ১৩ মহররম 1447

এশিয়াটিক ল্যাবরেটোরিজের আইপিও আবেদন শুরু সোমবার

২০২৩ জানুয়ারি ১৫ ১৩:১৪:১৯
এশিয়াটিক ল্যাবরেটোরিজের আইপিও আবেদন শুরু সোমবার

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে অনুমোদন পাওয়া এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণ সোমবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হবে।

রোববার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আইপিওতে ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

এর আগে কোম্পানিটির কাট অফ প্রাইস নির্ধারণে ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিডিং অনুষ্ঠিত হয়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

এশিয়াটিক ল্যাবরেটরিজের বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা উত্তোলন করবে। এই টাকা ব্যবসায় সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় হবে।

গত ৩১ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৭তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর